KSL Website

Home/News

রহিমা ফুড করপোরেশনের শেয়ারদর বেড়েছে ৩২ শতাংশ

Sabid Hasan| 04 june, 2022

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান রহিমা ফুড করপোরেশন লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেযার দর বেড়েছে ৩২ দশমিক ০১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ কোটি ১১ লাখ ২৮ হাজার ৪০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৫ কোটি ৫৬ লাখ ৪২ হাজার টাকা।

সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ২৩ শতাংশ বা ৩ টাকা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৯৬ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২৯৬ টাকা ৯০ পয়সা। দিনজুড়ে ২ লাখ ৮১ হাজার ৯৭৪টি শেয়ার ২ হাজার ৩০৩ বার হাতবদল হয়, যার বাজারদর ৮ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ২৯৫ টাকা থেকে সর্বোচ্চ ৩১২ টাকায় হাতবদল হয়। আর গত এক বছরে শেয়ারদর ২০৮ টাকা ১০ পয়সা থেকে ৩৮৭ টাকার মধ্যে ওঠানামা করে।

এদিকে গত মঙ্গলবার সফলভাবে পরীক্ষামূলক উৎপাদনের কার্যক্রম সম্পন্ন হওয়ায় পর বাণিজ্যিকভাবে কাজুবাদাম প্রক্রিয়াকরণ ও প্যাকিংয়ের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে রহিমা ফুড করপোরেশন। এর আগে গত ফেব্রুয়ারিতে কোম্পানিটি কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ ও প্যাকিং এবং দেশে-বিদেশে বাজারজাত করার জন্য একটি কারখানা স্থাপন করার ঘোষণা দিয়েছিল। আর গতকাল কোম্পানিটি পরীক্ষামূলকভাবে কাজুবাদাম প্রক্রিয়াকরণ ও প্যাকিংয়ের উৎপাদন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। আর সফলভাবে এ কার্যক্রম শেষে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটির শেয়ার বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। কোম্পানির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। কোম্পানির মোট ২ কোটি ২০০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩৭ দশমিক ৩৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৩ দশমিক ১৯ শতাংশ, বিদেশি চার দশমিক ৯৯ শতাংশ এবং বাকি ৪৪ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা (লোকসান), যা আগের বছর একই সময় ছিল ৪ পয়সা। আর প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই ২০২১-মার্চ, ২০২২) ইপিএস হয়েছে ৬ পয়সা (লোকসান), যা আগের বছর একই সময়ে ছিল ৬ পয়সা। এছাড়া ২০২২ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ১৮ পয়সা, যা ২০২১ সালের ৩০ জুনে ছিল ৯ টাকা ২৯ পয়সা। আর প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৫ টাকা ৩৮ পয়সা (ঘাটতি), অথচ আগের বছর একই সময়ে ছিল ১ পয়সা।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯ টাকা ২৯ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৯৭ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৫১ শতাংশ। পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ২৯ শতাংশ। সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬ দশমিক ০২ শতাংশ শেয়ারদর বেড়েছে। জেমিনি সি ফুড লিমিটেডের ২৫ দশমিক ১০ শতাংশ, তমিজউদ্দীন টেক্সটাইল মিলস লিমিটেডের ২২ দশমিক ৮০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ২২ দশমিক ১৭ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেডের ২১ দশমিক ৪০ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ২০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

Leave a Comments

ninja logo Ninja

First ever AI Chatbot in Bangladesh Capital Market