Style Switcher
Theme Colors

ইবনে সিনার ডিভিডেন্ড

ইবনে সিনার ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষুধ এবং রসায়ন খাতের প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৪৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে সহযোগী কোম্পানির আয়সহ কোম্পানিটি সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা। আগের বছর এক সময় যার পরিমাণ ছিল ১২ টাকা ৫৬ পয়সা।

আলোচিত সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৮ টাকা ৬৯ পয়সা।

আগামী ১৮ নভেস্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ অক্টোবর।

শেয়ার নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২১